চরফ্যাশনে অন্তঃসত্ত্বা কিশোরীর আত্নহত্যা

প্রকাশ | 1 April, 2021, 12:23 | আপডেট: 1 April, 2021, 12:23

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৬ মাসের অর্ন্তসত্তা কিশোরী (১৪) অনাগত সন্তানের স্বীকৃতির পরিবর্তে সামাজিক বঞ্চনা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার সময় নিজ ঘরের আড়ার সাথে রশি ঝুলিয়ে আত্নহত্যা করেছে ।

 

কিশোরীর মা জানান, ৬ মাস আগে তার মেয়েকে ঘরে একা পেয়ে দুর সর্ম্পকের মামা রুহুল আমিনের ছেলে জুয়েল ধর্ষণ করে বিষয়টি গোপন রাখার জন্য হুমকি দেয়। ১ মাস আগে মেয়ের শারিরীক পরিবর্তন দেখতে পেয়ে জানতে চাইলে জুয়েল তাকে ধর্ষণ করেছে বলে জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থাণীয় লোকমান মাতাব্বরের মাধ্যমে ৩ লক্ষ টাকা কাবিন করে বিয়ে হয়।

 

বাচ্চা প্রসবের পুর্ব পযর্ন্ত কিশোরী তার পিত্রালয়ে অবস্থান সহ মাসিক খরচ বাবদ ৬ হাজার টাকা নির্ধারণ করে । তারা আরো অভিযোগ করেন , বিয়ে নামক প্রতারনা করে জুয়েলের পরিবারের পক্ষে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিত। সামাজিক ভাবে আমাদেরকে একঘরে করে রেখেছিল। আমাদের মেয়ে সমাজের বঞ্চনা থেকে মুক্তি পেতে ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্নহত্যা করেছে।

 

শশীভুষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দুপুর ১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।