• Bengali English
  • বরিশাল Wednesday, 31 March, 2021

বাবুগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ২৫ জনকে জরিমানা

অর্থনীতি
|  31 March, 2021, 1:17 | আপডেট : 1 April, 2021, 10:09
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার ১৮ টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান অব্যাহত রেখেছে।
বুধবার (৩১ মার্চ) উপজেলার রহমতপুর ইউনিয়নের  রহমতপুর মীরগঞ্জ সড়কের পাঁচরাস্তা নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলমের নেতৃত্বে মোবাইল কোর্ট ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করা হয় ।
এ সময় বিভিন্ন গণপরিবহনের চালক, যাত্রী, মোটরসাইকেল আরোহী ও পথচারীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২৫ জনকে ১২ হাজার ৫ শত টাকা জরিমানা এবং উপজেলা প্রশাসনের লোগো যুক্ত মাস্ক বিতরণ করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল  ইসলাম বলেন, করোনার সংক্রামণ বাড়ায় সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা এবং জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বাবুগঞ্জ  থানা পুলিশ এ অভিযানে সহযোগীতা করেন ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বরিশালক্রাইমট্রেস”কে জানাতে ই-মেইল করুনঃ barishalcrimetrace@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়