• Bengali English
  • বরিশাল Friday, 2 April, 2021

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট: কাঠ ব্যবসায়ী আটক

পিরোজপুর
|  2 April, 2021, 4:58 | আপডেট : 2 April, 2021, 4:58

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পিরোজপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে মিজানুর রহমান সিকদার (৩৮) নামের ওই যুবককে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

 

মিজানুর রহমান সিকদার নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। এবং তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

 

পুলিশ সূত্র জানায়, নিজের ফেসবুক আইডিতে মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে জানানো হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) স্থানীয় ইদিলকাঠী বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসেম বলেন, ‘মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বরিশালক্রাইমট্রেস”কে জানাতে ই-মেইল করুনঃ barishalcrimetrace@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়