• Bengali English
  • বরিশাল Friday, 2 April, 2021

গণপরিবহনের সংকট রোববার সড়কে নামছে ৬০ দোতলা বাস

জাতীয়
|  2 April, 2021, 12:46 | আপডেট : 2 April, 2021, 12:46

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীতে গণপরিবহনের সংকট নিরসনে আগামী রোববার থেকে সড়কে নামছে ৬০টি দোতলা (ডাবল ডেকার) বাস। গত দু-তিনদিন ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট নিরসনে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

 

শুক্রবার বিআরটিসি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন রুটে এসব বাস চলাচল করবে। তবে যেসব রুটে যাত্রী সংখ্যা বেশি এসব রুটকে বেশি গুরুত্ব দেয়া হবে।

 

বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বিআরটিসি’র বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এসব বাস অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।

 

জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এসব বাস রাস্তায় নামাচ্ছি। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৬টি ডাবল ডেকার বাস এরই মধ্যে নামানো হয়েছে। রোববার আরো ২৪টি বাস নামানো হবে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে।

 

করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে বাসসহ সব গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহনসহ রয়েছে সরকারের ১৮টি নির্দেশনা। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। একই সঙ্গে অফিসে ৫০ শতাংশ উপস্থিতি ঠিকঠাক কার্যকর না হওয়ায় রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়ছেন অফিসযাত্রীরা। এ পরিস্থিতিতে সড়কে নামছে এসব বাস।

 

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বরিশালক্রাইমট্রেস”কে জানাতে ই-মেইল করুনঃ barishalcrimetrace@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়